আজকের শিরোনাম :

ঝিনাইদহে প্রধান শিক্ষিকাকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০১৯, ১৪:৫২

ঝিনাইদহের শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলারা ইয়াছমিনকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ বুধবার সকালে স্কুল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন স্থান ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে মানবন্ধন কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

এ সময় বক্তারা বলেন, প্রধান শিক্ষিকা দিলারা ইয়াছমিন ভুয়া বিল ভাউচার বানিয়ে ১০ লাখ টাকা আত্মসাত করেছে। 

এ ছাড়া তিনি যোগদানের পর থেকে নান অনিয়ম দুর্নীতি, শিক্ষকদের সাথে খারাপ আচরণ করে আসছেন। তারা দ্রুত তার অপসারণের দাবি জানান। মানববন্ধন শেষে তারা উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে স্বারকলিপি প্রদান করে।

এবিএন/নয়ন খন্দকার/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ