আজকের শিরোনাম :

কেশবপুরে পল্লী বৈদ্যুতের ব্যাপক লোডশেডিং: জনজীবন ভোগান্তিতে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০১৯, ১৪:৩৩

কেশবপুরে পল্লী বৈদ্যুতের ব্যাপক লোডশেডিং এর কারণে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

জানা গেছে, কেশবপুরের পল্লী বিদ্যুতের উদাসীনতা ও খাম-খেয়ালিপনায় উপজেলা ব্যাপী ব্যাপকভাবে বৈদ্যুতিক লোডশেডিং চলছে। ২৪ ঘন্টায় ৪ ঘন্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে বলে সন্দেহ রয়েছে। সন্ধ্যার পর থেকে একেবারেই বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। যার ফলে এইচএসসি পরীক্ষার্থীসহ কোমল মতি শিক্ষার্থীদের লেখাপড়ার দারুণভাবে বিঘœ ঘটছে। 

এভাবে চলতে থাকলে কেশবপুর উপজেলা মেধা শূন্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘন ঘন লোডশেডিং এর কারণে ইলেকট্রনিক্স মালামালে ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। ভাপসা গরমে উপজেলাবাসী অতিষ্ট হয়ে পড়েছে। ফ্রীজে রক্ষিত খাদ্য সামগ্রী নষ্ট হয়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। মোবাইলে চার্চ না দিতে পারায় মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাংবাদিকরাও লোডশেডিং এর কারণে নিউজ লিখতে পারছে না। 

এ ব্যাপারে কেশবপুর পল্লী বিদ্যুৎ বিভাগের কোন পদক্ষেপ গৃহীত না হওয়ায় উপজেলা ব্যাপী ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। জরুরী ভিত্তিতে পল্লী বিদ্যুতের লোডশেডিং বন্ধের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্র্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী উপজেলাবাসী। 

এবিএন/এস আর সাঈদ/গালিব/জসিম                                                                                                                              

এই বিভাগের আরো সংবাদ