আজকের শিরোনাম :

দুর্গাপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০১৯, ১৭:০৫

অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার প্রতিষ্ঠায় সারা দেশের ন্যায় দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তর‘র আয়োজনে সকাল ১১ঘটিকায় বর্নাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোহাম্মদ তোফায়েল আলম এর সভাপতিত্বে ‘‘সহায়ক প্রযুক্তির ব্যবহার-অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার’’ এ প্রতিপাদ্যে ১২তম অটিজম সচেতনতা দিবসে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আরিফা আখতার, প্রেসক্লাব সাবেক সভাপতি মো. মোহন মিয়া প্রমুখ।


বক্তারা বলেন, অটিজমে আক্রান্ত শিশু ও বয়স্কদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তার প্রয়োজনীয়তাকে তুলে ধরতে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৭ সালে ২ এপ্রিলকে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণের পর থেকে প্রতি বছর এ দিবসটি পালন করা হচ্ছে। সকলকে অটিজম শিশুদের পাশে দাঁড়াতে আহবান জানানো হয়।


এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ