আজকের শিরোনাম :

চুয়াডাঙ্গায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০১৯, ১৬:৪০

‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট সম্পন্ন ব্যক্তির অধিকার’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবার আয়োজনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কলিমুল্লাহ, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ছানোয়ার হোসেন।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ১৮ জন অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তির মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
 

এবিএন/সনজিত কর্মকার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ