আজকের শিরোনাম :

শেরপুরে ফুলতলা দাখিল মাদ্রসায় ‘সততা ষ্টোর’ উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০১৯, ১৯:১৩

শিক্ষার্থীদের মধ্যে ‘সততার আলো’ ছড়িয়ে দিতে বগুড়া শেরপুরে ফুলতলা দাখিল মাদ্রাসায় “সততা ষ্টোর” উদ্ধোধন করা হয়েছে।

আজ সোমবার দুপুর ১টায় ফুলতলা দাখিল মাদ্রাস নিজস্ব অর্থায়নে অত্র মাদ্রসার সুপার আব্দুল বাছেদ এর পরিচালনায় ও ফুলতলা দাখিল মাদ্রাসার সভাপিত আবুল কালাম আজাদ (রাঙ্গা)  সভাপতিত্বে সততার শিক্ষা দিতে বিক্রেতাবিহনি ব্যবসাপ্রতিষ্ঠান “সততা ষ্টোর” উদ্ধোধন করেন প্রধান অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হারুন অর-রশিদ, শেরপুর উপজেলা সহকারী কমিশান ভূমি মো. আরাফাত হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল ইসলাম। শেরপুর শহীদিয়া কালিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. হাফিজুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ ও সমাজসচেতন ব্যক্তিজীবন গঠন করতে সততার ভিত্তিতে নিজেকে গড়ে তুলতে হবে। সততাই সভ্য সমাজ সৃষ্টির মূল হাতিয়ার। এছাড়া উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রী বৃন্দ।

প্রসঙ্গত, ইতোমধ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর খোলা হয়েছে। এসব স্টোরে শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য রাখা আছে। সেখান থেকে শিক্ষার্থীরা তার পছন্দমতো পণ্যটি কিনে বক্সে টাকা জমা রাখবে। শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত এসব সততা স্টোর প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীরা পরস্পরে সৎ হওয়ার প্রতিযোগিতা বাড়বে।


এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ