আজকের শিরোনাম :

অনিয়মের অভিযোগে তিতাস উপজেলা নির্বাচন স্থগিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০১৯, ১৯:৪৮

অনিয়মের অভিযোগে কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আজ রবিবার দুপুরে এ নির্বাচন স্থগিত করা হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তিতাস উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রাশেদা আক্তার স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, পঞ্চম উপজেলা পরিষদের ৪র্থ ধাপের নির্বাচনে তিতাস উপজেলার ৪৬টি কেন্দ্রের মধ্যে সকালে ৩টি কেন্দ্র স্থগিত করা হয়। পরে আরো কয়েকটি কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটলে বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হয়।

নির্বাচন কমিশন ভোট কেন্দ্রে অনিয়ম সংঘটিত হওয়ার কারনে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে  নির্বাচন পরিচালনা করা সম্ভব নয় বলে  নির্বাচন পরিচালনা-২ এর উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত স্মারকে তিতাস উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করেন।
 

এবিএন/কবির হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ