আজকের শিরোনাম :

দৌলতপুরে অবৈধ ডিস ব্যবসা বন্ধের দাবীতে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০১৯, ১৯:০৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার  রামকৃঞ্চপুর ইউনিয়নের ভাগজোত এলাকায় জনৈক মিন্নাত আলীর অবৈধ ডিস ব্যবসা বন্ধের দাবীতে মানববন্ধন করেছে দৌলতপুর ক্যাবল নেটওয়ার্ক ডিষ্ট্রিবিউটররা।

আজ রবিবার বেলা ১১ টার দিকে দৌলতপুর দৌলতপুর ক্যাবল নেটওয়ার্ক ডিষ্ট্রিবিউটরগণ দৌলতপুর উপজেলা সড়কে ঘন্টাব্যাপী অবস্থান নেন। এসময় বক্তব্য রাখেন দৌলতপুর ক্যাবল নেটওয়ার্ক  এ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুল ইসলাম  গেদু, সহ সভাপতি হাফিজুর রহমান বিন্দা, সাধারণ সম্পাদক, আব্দুল মালেক ও সাংগঠনিক সম্পাদক, গিয়াস উদ্দিন প্রমুখ।

বক্তারা  বলেন, উপজেলার ভাগজোত এলাকায় জনৈক মিন্নাত আলী স্থানীয়  ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডলের সহযোগীতায় বাংলালিংক ডিস ক্যাবল নেটওয়ার্ক নামে ডিস ব্যবসা চালিয়ে আসছিল। সম্প্রতি তথ্য মন্ত্রনালয়ের নির্দেশে তার ডিস লাইসেন্স  বাতিল করা  হলেও ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডলের বাড়িতে  অবৈধভাকে কন্ট্রোল রুম বসিয়ে ডিস ব্যবসা চালিয়ে আসছে।

 এ খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থপ্রতীম শীল গত ৮ মার্চ ও ১৩ মার্চ পরপর দু-দফায় ঐ কন্ট্রোলরুম সীলগালা করলেও মিন্নাত আলী ও সিরাজ মন্ডল আবার ডিস লাইন চালু করেন। বক্তারা মিন্নাত আলী ও সিরাজ মন্ডলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ অবৈধ ডিসের মালামাল জব্দ করার জোর দাবী জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ ব্যাপারে স্বারকলিপি প্রদান করা হয়।
 

এবিএন/জহুরুল হক/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ