পাটগ্রামে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদন্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০১৯, ১৮:১২

লালমনিরহাট পাটগ্রাম উপজেলার নবম শ্রেনীর এক ছাত্রীকে উত্তোক্ত করার অপরাধে রিমন হোসেন (২৩) নামে এক যুবককে দশ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


গতকাল শনিবার রাতে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিট্রেট আব্দুল করিমের ভ্রাম্যমান আদালতে এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত রিমন হোসেন উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর এলাকার আবু তালেব এর পুত্র।

পাটগ্রাম থানার ওসি মনছুর আলী জানান, গত  শনিবার দুপুরে কাউয়ামারী উচ্চ বিদ্যালয়ের এক নবম শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং করার সময় স্থানীয় লোকজন ওই যুবককে  আটক করে পুলিশে খবর দেয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড সাজা প্রদান করেন। আজ রবিবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ