আজকের শিরোনাম :

কুমিল্লার ৭ উপজেলায় ভোট গ্রহণ চলছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০১৯, ১৬:৩৪

৫ ম উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে কুমিল্লার ৭ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মেঘনা, হোমনা, তিতাস, চান্দিনা, মুরানগর, ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলবে  বিকাল ৪টা পর্যন্ত। ৭ উপজেলার ৪৮৭টি কেন্দ্রের ৩ হাজার ২শত ১৫টি ভোট কক্ষে ১৩ লাখ ৮৫ হাজার ৭২৪ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। যার মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৮৫ হাজার ৩শত ৮০ জন এবং মহিলা ভোটার ৬ লাখ ৫৯ হাজার ৪ শত ৫৫ জন ।  

৭ উপজেলায় মোট প্রার্থী সংখ্যা ৭৪ জন। এর মধ্যে চেয়ারম্যান ২৪ জন, প্রার্থী ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৮ জন  ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২২ জন। ৪ টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ায় এ সব উপজেলা নির্বাচন হচ্ছে না। আদালতের নিষেধাজ্ঞা থাকায় নাঙ্গলকোর্ট ও বরুড়ায় নির্বাচন স্থগিত রয়েছে।
 

এবিএন/শাকিল মোল্লা/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ