আজকের শিরোনাম :

কমলগঞ্জে মুক্তিযুদ্ধভিত্তিক ২ বইয়ের মোড়ক উন্মোচন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০১৯, ১৩:১১ | আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৩:৪২

মৌলভীবাজারের কমলগঞ্জে মুক্তিযুদ্ধভিত্তিক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। 

বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের আয়োজনে শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত প্রবাসী লেখক-গবেষক সাংবাদিক ইসহাক কাজলের সম্পাদিত ‘একাত্তরের যোদ্ধারা’ ও লেখক-সাংবাদিক আব্দুল হান্নান চিনুর সম্পাদিত ‘মুক্তিযুদ্ধে কমলগঞ্জ ও অন্যান্য প্রসঙ্গ’ শিরোনামে প্রকাশিত দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। 

কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও সহসভাপতি নূরুল মোহাইমীন মিল্টনের পরিচালনায় অনুষ্ঠারে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের সাবেকন অধ্যক্ষ ও লেখক-গবেষক রসময় মোহান্ত, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) সাজ্জাদুর রহমান, রংপুর কারমাইকেল কলেজের সহযোগি অধ্যাপক শরিফুল ইসলাম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড সিকন্দর আলী, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, এডভোকেট তাজুল ইসলাম আহাদ। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পতনঊষার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ মল্লিক সাগর, নাট্যকার হিফজুর রহমান বক্স ও কবি জয়নাল আবেদীন শিবু।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মান উল্যা, মবশ্বর আলী, শেখ কাদির, মনু মিয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদত শাহীন আহমদ, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, ব্যবসায়ী নেতা অলি আহমদ খান, তোয়াবুর রহমান তবারক, আতিকুর রশীদ চৌধুরী কামরান, আবুল বশর জিল্লুল, সমাজসেবক আনোয়ার খান, কবি জয়নাল আবেদীন. প্রবাসী শাহাজান রাজু, আব্দুল মুকিদ হাসানী, ছাত্রতো মিতুল খান, মাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এবিএন/প্রনীত রঞ্জন দেবনাথ/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ