আজকের শিরোনাম :

চিতলমারীতে পেশাদার সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড না দেওয়ার অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০১৯, ১৭:৪৭

৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের চিতলমারী উপজেলায় কর্মরত প্রকৃত পেশাদার সাংবাদিকদের নির্বাচনী পর্যবেক্ষক কার্ড দেওয়া হয়নি। এতে উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ ঘটনায় সাংবাকিদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর চিতলমারী উপজেলা প্রেসক্লাবে জরুরি সভার আহ্বান করে সাংবাদিকরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা নির্বাচনী সংবাদ সংগ্রহের কাজ বর্জন করার ঘোষণা দেন।

চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখর ভক্ত জানান, চিতলমারী সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুঈদ বিগত ১১তম জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দিলেও রহস্যজনক কারণে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে প্রকৃত সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেননি।

চিতলমারী উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি শফিকুল ইসলাম সাফা জানান, দৈনিক যুগান্তর, সমকাল, ইত্তেফাক, আমাদের সময়, ইত্তেফাক, এসটিভি বাংলা, একাত্তর টিভি, নয়াদিগন্ত, ভোরের ডাকসহ ১০-১২ টি প্রথম সারির গণমাধ্যমে কর্মরত প্রতিনিধি রয়েছেন। এদের জন্য মাত্র দুটি পর্যবেক্ষক কার্ড বরাদ্দ। বিষয়টি দুঃখজনক।

চিতলমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ জানান, নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পর্যবেক্ষক কার্ড দেওয়ার বিষয়টি আমার নয়।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুকুল সরকার জানান, এখানে ২৯ টি কেন্দ্রের মধ্যে ৭ টি অধিক ঝুঁকিপূর্ণ, ১০ টি ঝুঁকিপূর্ণ ও ১২ টি সাধারণ ভোট কেন্দ্র। নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
 
চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং কর্মকর্তা মোঃ আবু সাঈদ জানান, সাংবাদিকের জন্য মোট ৫ টি কার্ড বরাদ্দ হয়েছে।

বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, নির্বাচনী পর্যবেক্ষক কার্ড বরাদ্দের পরিমান আমার জানা নেই। আপনারা এডিসি জেনারেলের সাথে যোগাযোগ করুণ।


এবিএন/এস এস সাগর/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ