আজকের শিরোনাম :

ধুনটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০১৯, ২০:৩৪

বগুড়ার ধুনটে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।  আজ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, গণ কবর জিয়ারত, উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।

ধুনট সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গনে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত রেহেনা, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মতিয়ার রহমান সাজু, ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ টিআইএম নূরুন্নবী তারিক, সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট থানার ওসি ইসমাইল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ্ প্রমূখ।

অপরদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও এলাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমএ তারেক হেলালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ জামাল, শিক্ষিকা রুনা লায়লা, বিদ্যালয়ের সদস্য রঞ্জু আহমেদ, গোবিন্দ চন্দ্র ঘোষ, ফরহাদ হোসেন, স্বপ্না খাতুন, ছাত্রলীগ নেতা সোহেল রানা, জসিম উদ্দিন, প্রজন্মলীগ নেতা মুক্তার হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়।

এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ