আজকের শিরোনাম :

কাপাসিয়ায় শ্রেষ্ঠ শিক্ষক আফরোজা সুলতানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০১৯, ১৯:১১

  গাজীপুর কাপাসিয়া উপজেলা লোহাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা সুলতানাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করা হয়।  জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে যাচাই বাচাই করে উপজেলা মাধ্যেমিক শিক্ষা অফিস তার না ঘোষণা করেন।  আজ মঙ্গলবার দুপুরে এক পত্র মাধ্যমে তাকে এ তথ্য  জানানো হয়।

আফরোজা সুলতানা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক অভিভাবক ও ছাত্র ছাত্রীরা অভিনন্দন জানিয়েছেন। তিনি ২০০০ সালে সহকারী শিক্ষক হিসেবে এ পেশায় যোগদান করে, ২০১৬ সালে প্রধান শিক্ষক হিসেবে লোহাদী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। সত্যতা, দক্ষতা ও আদর্শ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি  কৃতিত্বে সাথে এস এস সি,এইচ এস সি, বিএ, কৃষি ডিপ্লোমা, বিএড, এমএড ডিগ্রী লাভ করেন।  

বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন কাপাসিয়া শাখা, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কাপাসিয়া শাখা, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া ইউনিট, কাপাসিয়া ট্যুরিস্ট অ্যাসোসিয়েশন পক্ষ  থেকে প্রধান শিক্ষকে অভিনন্দন জানানো হয়।  তিনি শিক্ষককতা পেশায় পূর্বে সাংবাদিকতায় কিছু দিন জড়িত ছিলেন।

এবিএন/নূরুল আমীন সিকদার/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ