আজকের শিরোনাম :

সোনাগাজীতে ভূমি বিরোধে স্কুল শিক্ষকের বসতঘরে আগুন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০১৯, ১৭:৫৯ | আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৮:১০

সোনাগাজীতে ভূমি বিরোধের জেরে কুমত বিহারী রায় নামে স্কুল শিক্ষকের বসতঘর আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ।  ঘটনাটি, গতকাল সোমবার গভীর রাতে উপজেলার চরছান্দিয়া ইউপির দক্ষিন চরছান্দিয়া গ্রামের ইন্দ্র কেরানি বাড়ীতে ঘটে।ক্ষতিগ্রস্ত কুমোত বিহারী রায় চরছান্দিয়া ইউপির লন্ডনিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শিক্ষকের স্ত্রী শেফালী রানী রায় বলেন, ঘটনার সময় আমরা পরিবারের সবাই বসতঘরে ঘুমিয়ে ছিলাম। রান্না ঘরে আগুন লেগেছে বুঝতে পেরে দ্রুত সবাইকে নিয়ে নিরাপদে ঘর থেকে বেরিয়ে পড়ি।পাড়া প্রতিবেশী অগ্নিকান্ডের খবর পেয়ে আগুনে নিভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়।স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা পৌঁছার আগেই  আগুন বসতঘরে ছড়িয়ে পড়লে ঘর দুটি পুড়ে সম্পুর্ন ভস্মিভুত হয়।তিনি অগ্নিকান্ডে তাদের ২০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করে।

ঘটনার জন্য তিনিএকই বাড়ী মাখন চন্দ্র রায়ের ছেলে রিপন চন্দ্র রায়কে দায়ী করে বলেন, ৩০ শতক ভূমি নিয়ে তাদের সাথে দীর্ঘদিন বিরোধ চলছে।এ নিয়ে তাদের বিরুদ্ধে ফেনীর আদালতে আমরা মামলা দায়ের করি।সম্প্রতি আদালতের আদেশে সম্পত্তির মালিকানা লাভ করলে তারা আমাদের বিভিন্নভাবে দেখে নেওয়ার হুমকি দেয়।

অগ্নিকান্ডের ঘটনায় শিক্ষক কুমত বিহারী রায় বাদী হয়ে মঙ্গলবার দুপুরে রিপন চন্দ্র রায়ের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনের নামে অভিযোগ দায়ের করে।
সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই পুলিশ ক্ষতিগ্রস্ত বাড়ী পরিদর্শন করে।লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ