আজকের শিরোনাম :

ফুলে ফুলে ঢাকা সিলেট শহীদ মিনার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০১৯, ১৫:২০

সিলেটে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃত ও যুদ্ধাপরাধীমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন রাজনৈতি, সামাজিক ও সর্বস্তরের শ্রেণি পেশার মানুষ।   

আজ মঙ্গলবার (২৬মার্চ) ভোর ৫টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। একে একে শ্রদ্ধা নিবেদন করেন— শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, সিলেটের ডিআইজি, পুলিশ সুপার, জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদসহ বিভিন্ন সমাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানাতে সমবেত হন সর্বস্তরের মানুষ। এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনার ও আশপাশ এলাকায় সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নেয়া হয়েছে নানা কর্মসূচি। এর আগে সকালে সিলেট স্টেডিয়ামে আয়োজন করা হয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠান।


এবিএন/মুহাজিরুল ইসলাম রাহাত/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ