আজকের শিরোনাম :

আদমদীঘিতে লাখো শহীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০১৯, ১৩:৪০ | আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৩:৪১

‘লাখো শহীদদের স্মারণে লাখো প্রদীপ জ্বালো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া জেলা পুলিশের সহায়তায় আদমদীঘি থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবী সংগঠনের উদ্যোগে সোমবার সন্ধ্যা ৭টা ১ মিনিটে আদমদীঘি আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২৫ মার্চের কালো রাতে প্রথম সশস্ত্র প্রতিরোধে বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধায় ৬ হাজার প্রদীপ প্রজ্জলিত করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমান, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম খান রাজু, সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর রহমান, থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আবির উদ্দিন, ইউপি চেয়ারম্যান জিল¬ুর রহমান, খন্দকার সামছুল হক, এস.এম বেলাল হোসেন, আব্দুল হক আবু, এরশাদুল হক টুলু, অধ্যক্ষ আব্দুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজিমুল হুদা খন্দকারসহ প্রশাসনিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী-শ্রমজীবী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। 

এবিএন/আনোয়ার হোসাইন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ