আজকের শিরোনাম :

সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০১৯, ১২:২৮

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।  

আজ মঙ্গলবার ভোরে ৩১ বার তোপধ্বনি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, আ. লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাকের পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক গোষ্ঠী, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করে। 

স্থানীয় জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নেতাকর্মীদের সাথে নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করে। 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ইউএনও সোলেমান আলী, থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আব্দুস সোবহান, উপজেলা আ. লীগের আহ্বায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিক, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এমদাদুল হক বাবলু, মুক্তিযোদ্ধার সন্তান বাবলু মিয়া প্রমূখ। 

এ ছাড়াও মসজিদ ও মন্দিরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়।  

এবিএন/শাহ মোঃ রেদওয়ানুর রহমান/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ