আজকের শিরোনাম :

শিবপুরে গণহত্যা দিবসের স্মরণে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০১৯, ১১:৩১

২৫ মার্চ ভয়াল কালরাত ও জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালে এই দিনে পাকিস্তানি সেনাবাহিনীরা অপারেশন র্সাচলাইট নামে সারাদেশ রাতভর নৃশংসতম গণহত্যা চালিয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে সারাদেশের ন্যায় গণহত্যা দিবসের স্মরণে গতকাল সোমবার সন্ধ্যা ৭ থেকে ৭.৫ মিনিট পর্যন্ত মোমবাতি প্রজ্বলন করে শহিদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো: হুমায়ুন কবীরের নেতৃত্বে মোমবাতি প্রজ্বলনে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার, সৈয়দ সিরাজ উদ্দিন, ডেপুটি কমান্ডার, আবদুল মোতালিব খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ খান ও সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক আবদুল বাতেন মাস্টার ও আনোয়ার হোসেন স্বপন প্রমূখ। 

উপজেলার প্রধান ফটক থেকে শুরু হয়ে শিবপুর মডেল থানা, উপজেলা পরিষদ মিলনায়তন, ডাকবাংলো পর্যন্ত রাস্তার দুই পাশে ছাত্র, শিক্ষক, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কামান্ড, আইনজীবী, ডাক্তার, সাংবাদিকসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।

এবিএন/আনোয়ার হোসেন স্বপন/গালিব/জসিম


 

এই বিভাগের আরো সংবাদ