আজকের শিরোনাম :

গোবিন্দগঞ্জে সরকারি বই বিক্রির অভিযোগে আটক ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০১৯, ১০:২৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভাংরির দোকান থেকে সরকারি পাঠ্যবই বিক্রির সময় বইসহ এক যুবককে হাতে নাতে আটক করেছে থানা পুলিশ

গোবিন্দগঞ্জের পৌর শহরের বি এম বালিকা বিদ্যালয়ের পার্শ্বে ভাই ভাই ভাংরীর দোকন থেকে প্রায় ৪ মন ওজনের মাদ্রাসা শিক্ষাবোর্ডে বিভিন্ন শ্রেণীর পাঠ্যবই বিক্রির সময় বইসহ হাতে নাতে শরিফুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। 

এ সময় বই বিক্রর সেন্ডিকেডের মূলহোতা পাইকার মহাজন ভাই ভাই ভাংরি ব্যবসায়ী ওবায়দুল হক ঘটনাটি বুঝতে পেরে পালিয়ে যায়। 

আটক শরিফুল ইসলাম উপজেলার ফুলপুকুরিয়া কুন্দু খালাসপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও ফুলপুকুরিয়া বাজারের ভাংরি ব্যবসায়ী। 

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, সরকারি বই বিক্রি দন্ডনীয় অপরাধ। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এবিএন/তাজুল ইসলাম প্রধান/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ