আজকের শিরোনাম :

রুমায় চাঁদাবাজির অভিযোগে জেএসএস নেতা আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ১৬:১৩

বান্দরবানের রুমা উপজেলায় জনসংহতি সমিতি (জেএসএস) এর ৩ নেতাকে আটক করা হয়েছে। 

সোমবার (২৫ মার্চ) সকালে চাঁদাবাজির অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানান রুমা থানা পুলিশ।

আটকৃত জেএসএস নেতারা হলেন, রুমা উপজেলা জনসংহতি সমিতি (জেএসএস) এর সহ-সভাপতি ক্যসাপ্রু মারমা ও থোয়ইসানু মারমা এবং ভূমি বিষয়ক সম্পাদক লামরাম বম।

জনসংহতি সমিতি জেলা সহ-সভাপতি অংথোয়াইচিং মারমা বলেন, ভূমি সংক্রান্ত নিয়ে লালরামের নামে মামলা ছিল। আদালত থেকে জামিন নিয়ে নিয়মিত হাজিরাও দিতেন। কিন্তু নতুন করে তাদের আটক করে হয়রানি করা হচ্ছে।

রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন বলেন, আটককৃত জেএসএস নেতাদের নামে আগে থেকেই থানায় মামলা ছিল তাদের আটক করে সকালে আদালতে পাঠানো হয়েছে।

এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ