আজকের শিরোনাম :

চকরিয়ায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ১৪:৩৭

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫  মার্চ গণহত্যা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি আলহাজ জাফর আলম। 

আলোচনা সভায় বক্তরা বলেন, ১৯৭১ সালের সংঘঠিত গণহত্যা বিশ্বে জঘন্যতম গণহত্যার একটি। ২৫ মার্চের গণহত্যা শুধু একটি রাতের হত্যাকান্ড ছিল না। বিশ্ব সভ্যতার জন্য এক কলঙ্কজনক দিন। এই রাতের হত্যাকান্ড বাঙ্গালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হতে উদ্ব্দ্ধ করেছিলো।  

এতে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিক উল্লাহ, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও প:প কর্মকর্তা ডা. মো. শাহবাজ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা কাইছারসহ শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা। 

এবিএন/মুকুল কান্তি দাশ/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ