আজকের শিরোনাম :

রূপপুরে মুক্তিযোদ্ধা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ১৪:১৯

ঈশ্বরদীর রূপপুরের মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিমকে গুলি করে হত্যার  ৪৭ দিনেও প্রকৃত আসামি গ্রেফতার না হওয়ায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রকৃত দোষীদের গ্রেফতার ও  শাস্তি দাবি করেছেন মুক্তিযোদ্ধারা। 

মুক্তিযোদ্ধারা মানববন্ধন হতে ঈশ্বরদী উপজেলা অচল, জেলাতে মানবন্ধন, জাতীয় প্রেসক্লাবে মানববন্ধনসহ প্রয়োজনে প্রধানমন্ত্রীর দফতরে যাওয়ার ঘোষণাসহ কঠোর কর্মসূচীর হুশিয়ারী দিয়েছেন। 

আজ সোমবার সকালে ঈশ্বরদীর দাশুড়িয়াতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কর্তৃক আয়োজিত মানববন্ধনে এই ঘোষণা দেওয়া হয়। 

মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা পাবনা জেলা কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা কমিটির সহ-সভাপতি নব-নির্বাচিত উপজেলা চেযারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল খালেক,  নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী, পাকশীর কমান্ডার হবিবুল ইসলাম হব্বুল, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার, সিপিবি,র আব্দুর রাজ্জাক, পাকশীর আঃ লীগ নেতা রেজাউল করিম রাজা, দাশুড়িয়া ইউপি সদস্য ফিরোজ হোসেন বাকি, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, জহুরুল হক মালিথা, সাইফুজ্জামান পিন্টু,  যুবলীগ নেতা আনোয়ার হোসেন প্রমূখ। 

গোলাম মোস্তফা চান্না মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় মুক্তিযোদ্ধার কন্যা লোপা আবেগজড়িত কণ্ঠে পিতা হত্যার প্রকৃত দোষীর শাস্তি চেয়ে সকলকে কৃতজ্ঞতা ও সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। 

এ সময় ঈশ্বরদীর বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

এবিএন/গোপাল অধিকারী/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ