আজকের শিরোনাম :

তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে পিতার আসনে পুত্রের বিপুল ভোটে জয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০১৯, ২২:৩৫

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম কামাল উদ্দিন ভূইয়া কাঞ্চন সাহেবের বড় ছেলে জাতীয় পার্টির প্রার্থী মো. জহিরুল ইসলাম ভূইয়া শাহীন (লাঙ্গল)প্রতীকে বিপুল ভোটে বেসরকারিভাবে  বিজয়ী হয়েছেন।

আওয়ামী লীগের হেভীওয়েট প্রার্থীকে ১০ হাজার ৩০৭ ভোটের ব্যবধানে পরাজিত করে মো. জহিরুল ইসলাম ভূইয়া শাহীন নির্বাচিত হয়েছেন।

লাঙ্গল প্রতীকে মো. জহিরুল ইসলাম ভূইয়া শাহীন পেয়েছেন ২৬ হাজার ৩৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব মো. আজিজুল হক ভূঞা মোতাহার (নৌকা) পেয়েছেন ১৬ হাজার ৫৫ ভোট।

অন্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী  মো. হুমায়ুন কবীর ভূঞা (মোটর সাইকেল) পেয়েছেন ৯ হাজার ১৬৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী ইসরাত উদ্দিন আহাম্মদ বাবুল (ঘোড়া) পেয়েছেন ৫ হাজার ৬৩৮ ভোট এবং আলহাজ্ব এ.কে.এস জামান সম্রাট (আনারস) পেয়েছেন ৮৮ ভোট।

রোববার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৪৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচন শেষে রাতে এই ফলাফল ঘোষণা করা হয়। তাড়াইল উপজেলায় মোট ভোটার ১ লাখ ২১ হাজার ৫৮১ জন।

এবিএন/মো. সুমন মিয়া/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ