আজকের শিরোনাম :

ধর্মপাশায় ১০ শতাংশ জামানত মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০১৯, ১৯:০৩

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কৃষকদের মধ্যে ১০ শতাংশ জামানত মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
আজ রবিবার দুপুর সাড়ে ৩টায় ধর্মপাশা উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ সব যন্ত্রপাতি বিতরণ করেন সুনামগঞ্জ ১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে এ যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন , বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলমগীর কবির,

নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্দে বিলকিস, উপজেলা কৃষি কর্মকর্তা মো.নাজমুল ইসলাম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, ধর্মপাশা থানা অফিসার ইনচার্জ (ওসি) এজাজুল ইসলাম,জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুর।

ধর্মপাশা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্ঠি ও খাদ্য নিরাপত্তা নিশ্চতকরণ যান্ত্রিক উৎপাদন প্রকল্পের আওতায় উপজেলার ৪টি গ্রুপের ১৬০ জন কৃষককে হ্যান্ড রিফার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ওই উপজেলায় আরও কৃষিযন্ত্র বিতরণ করা হবে।
 

এবিএন/ইমাম হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ