আজকের শিরোনাম :

বান্দরবানে স্বাধীনতা দিবস কাবাডি টুর্ণামেন্ট শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০১৯, ১৭:৪০

পার্বত্য বান্দরবানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাবাডি টুর্নামেন্ট শুরু হয়েছে । আজ রবিবার (২৪ মার্চ) সকালে বান্দরবান সদর থানার আয়োজনে স্থানীয় রাজার মাঠে এই  টুর্নামেন্ট শুরু হয়। কাবাডি টুর্নামেন্ট উদ্বোধন করেন বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী।

বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এনামুল হক ভুঁইয়ার সভাপতিত্বে কাবাডি টুর্নামেন্টের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াছির আরাফাত ও ক্রীড়া সংগঠক রাজু বড়ুয়াসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।

কাবাডি টুর্নামেন্টে সদর উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভার ১টি দলসহ ৬টি দল অংশগ্রহণ কথা রয়েছে। উদ্বোধনী খেলায় বান্দরবান পৌরসভা দল ৭১-১১ পয়েন্টে হারিয়েছে সুয়ালক ইউনিয়নকে। আগামীকাল সোমবার টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।


এবিএন/আব্দুর রহিম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ