আজকের শিরোনাম :

রাজগঞ্জে আগুনে পুড়ে গেছে ৪০ দোকান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০১৯, ১১:৪২

কুমিল্লা নগরীর সবচেয়ে বড় দৈনিক বাজার রাজগঞ্জে আগুনে পুড়ে গেছে ৪০টির ও বেশী দোকান। এতে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীরা। শনিবার গভীর রাতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

কুমিল্লা দমকল বাহিনীর সিনিয়র সহকারী স্টেশন ম্যানেজার আলমগীর হোসেন জানান, রাত পৌনে ৩টায় আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে আসেন কুমিল্লা, চান্দিনা, সদর দক্ষিণ ও ইপিজেডের দমকল স্টেশন থেকে ৬টি ইউনিট। তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

আগুনে বাজারের কসমেটিক, মনিহারি ও ডিমসহ বিভিন্ন পণ্যের চল্লিশটিরও বেশি পাইকারী দোকান পুড়ে যায়। 

এ ছাড়াও অনেক দোকানের ক্যাশে থাকা নগদ টাকা পুড়ে যায়। এতে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাৎক্ষণিকভাবে ব্যাবসায়ীরা দাবি করেছেন। গত দুই দিন ব্যাংক বন্ধ থাকার কারণে ব্যাবসায়ীরা তাদের পণ্যের বিক্রির টাকা দোকানের ক্যাশে রেখেছিলেন। 

আগুন লাগার কারণ সকাল সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি বলে জানান দমকল বাহিনীর ঐ কর্মকর্তা জানিয়েছেন।

এবিএন/শাকিল মোল্লা/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ