কাউনিয়ায় বিনামূল্যে ফ্যান-বাল্ব বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০১৯, ১৫:৫৭

রংপুরের কাউনিয়ায় অসহায় ও দরিদ্র পরিবারের বসতবাড়ীতে বিদ্যুৎ সংযোগ আছে, কিন্তু বৈদ্যুতিক আলো-বাতাসের ব্যবস্থা নেই, সেইসব পরিবারের সদস্যদের বিনামুল্যে একিটি করে সিলিং ফ্যান, এলআডি বাল্ব ও তালা বিতরণ করছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বালাপাড়া ইউনিয়ন পরিষদের নিজেস্ব অর্থায়নে বিভিন্ন গ্রামের ১৪০টি অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে এসব বৈদ্যুতিক সামগ্রী বিতারণ করা হয়।

আজ শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বিতরনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এস.এম নাজিয়া সুলতানা, কাউনিয়া থানার ওসি আজিজুল ইসলাম, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, ইউপি সদস্য আমিরুর ইসলাম পলাশ, মন্তাজ আলী, কাউনিয়া প্রেসক্লাব সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

বিনামুল্যে সিলিং ফ্যান, বাল্ব ও তালা পেয়ে খুশি হরিশ্বর গ্রামের খোরশেদা বেওয়া। তিনি বলেন, শেখের বটির ভাষনত কয়দিন আগত কারেন্টের মানুষ রিক্সাস করি আইসা ছয়শ টাকাত ঘরত কারেন্ট নাগে দিয়ে গেইছে। তয় টাকা না থাকায় বল কিনবের পাও নাই। এ্যাল মোর ঘরত বাতি জলবে, পাংখাও ঘুরবে। গরম আর লাগবের নয়।


এবিএন/মিজানুর রহমান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ