আজকের শিরোনাম :

বেলাবোতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০১৯, ১৫:৫৪

নরসিংদীর বেলাবতে বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্র রাব্বি নিহতের প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবীতে দেড় ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় দেড় ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। আজ সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

পরে ১২টার দিকে বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা শরমীন ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে দাবী পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এসময় ঘটনাস্থলে ছিলেন বেলাব থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান।

শিক্ষার্থীরা জানায়, বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় স্পীড ব্রেকার দেয়া, গোল চত্বর ও ফুটওভার ব্রিজ নির্মাণ এবং বাসস্ট্যান্ডে সবসময় ট্রাফিক থাকা এসব দাবীর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দাবী পূরণের আশ্বাস দিলে এই অবরোধ তুলে নেয়া হয়। তবে আগামী ৩১ মার্চের মধ্যে এসব দাবী পূরণ করা না হলে ১এপ্রিল থেকে আবারো আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।


এবিএন/সুমন রায়/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ