আজকের শিরোনাম :

চার দিকে সবুজের সমারোহ, কৃষকের স্বপ্ন এখন মাঠে মাঠে!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০১৯, ২২:২৬

চার দিকে সবুজ মাঠ। যেদিকে চোখ যায় সেদিকেই সবুজের সমারোহ। যেন চৈত্রের বাতাসে মাঠে মাঠে দুলছে কৃষকের স্বপ্ন। এমন দৃশ্য এখন দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার প্রতিটি মাঠে। ভালো ফলনের পাশাপাশি বোরো ধানের ন্যায্য মূল্য
পাবে বলে কৃষকরা আশায় বুক বাঁধছে।

সরেজমিন ঘুরে  দেখা গেছে, কৃষকদের মধ্যে কেউ জমির আগাছা পরিষ্কার করছে,কেউবা জমিতে সার বা কীটনাশক দিচ্ছে। ভালো ফলনের আশায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করছে কৃষক কৃষাণীরা।

বিজয়নগর উপজেলার বুল্লা গ্রামের কামাল হোসেন বলেন, ‘চলতি মৌসুমে এক একর জমিতে বোরো ধান আবাদ করেছি, আশা করছি ভালো ফলন হবে।’

 উপজেলার সেমড়া গ্রামের সিরাজ মিয়া বলেন, ‘বিগত সময়ে আমরা ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছি। সরকার বেশি দামে ধান কিনলেও আমাদের মতো সাধারণ কৃষকদের কাছ থেকে ক্রয় করে না। তাই আমরা সঠিক দাম পাই না। কৃষি বিভাগের
পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

 উপজেলার নিদারাবাদ গ্রামের কামরুল হাসান  বলেন, ‘বোরো আবাদে আমাদের খরচ একটু বেশি হয়। কারণ তখন জমিতে পানি, সার, কীটনাশক দিতে হয়। অথচ ধানের দাম থাকে মাত্র ৫৫০ থেকে ৬০০ টাকা মণ। এতে আমাদের খরচ ওঠে না। তবে ধান প্রতি
মণ কমপক্ষে ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি করতে পারলে আমরা লাভবান হবো।’

উপজেলা কৃষি অফিস সূত্র জানা যায়, এবার ১২ হাজার ৯৪০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আবাদ করা হয়েছে।  ১৩ হাজার ৭৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে।

এবিএন/টিপু/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ