আজকের শিরোনাম :

হালদা নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার জাল জব্দ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০১৯, ২২:৩০

এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।  আজ বৃহস্পতিবারদুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন এ অভিযানের নেতৃত্ব দেন।

সূত্রে জানা যায়, এ অভিযানে হালদা নদী থেকে প্রায় ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। এবং অনেকেই সেপটিক ট্যাংকের পাইপ হালদা নদীতে ফেলেছেন। হালদা নদীর দুষণ রোধ করতে তাদের একই দিন বিকেলের মধ্যে তা অপসারণের নির্দেশও দেয়া হয়েছে বলে জানা গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার মৌসুম যতই ঘনিয়ে আসছে ততই জাল দিয়ে মাছ ধরার হার বেড়ে যাচ্ছে। এটা বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এবিএন/মো.আলাউদ্দীন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ