আজকের শিরোনাম :

কাপাসিয়ায় এগিয়ে রয়েছেন নৌকা প্রার্থী আমানত হোসেন খান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০১৯, ১৮:০৩

শীতলক্ষা নদী বেষ্টিত গাজীপুরের কাপাসিয়ায় এগারো ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলা পরিষদ নির্বাচনে নদীর উত্তরের আট ইউনিয়নের ভোগলিক অবস্থান, নৌকা প্রতিক ও তৃণমূলের সমর্থনের কারণে সুবিধা জনক অবস্থানে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট  আমানত হোসেন খান।  

এদিকে কেঁদে কেঁদে টিয়া পাখি মার্কায় ভোট ভিক্ষা চাইছেন কাপাসিয়া ডিগ্রি কলেজ সাবেক ভিপি ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফিজুল হক চৌধুরী আইয়ুব। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমান আরিফ আনারস, স্বতন্ত্র রুহুল আমীন মোটর সাইকেল, জাতীয় পার্টির এনামুল কবির লাঙ্গল, ইসলামী ঐক্য জোট এর আছমা সুলতানা মিনার মার্কা নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে আসাদুজ্জামান আসাদ (তালা), হাফিজুল হক চৌধরী আইয়ুব (টিয়া পাখি), মাহবুবুল আলম বাবলু (টিউবওয়েল), আব্দুল মজিদ দর্জি (উড়োজাহাজ) নিয়ে কাজ করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রওশন আরা সরকার (কলস) এবং মাহমুদা খানম প্রজাপতি প্রতীকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহবান জানান বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নেতা বাঙ্গতাজ তাজ উদ্দীন আহমদ কন্যা সিমিন হোসেন রিমি। ঢাকার বনানী তার নিজ অফিসে কাপাসিয়া উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংগসংগঠন ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের প্রতি তিনি এ আহান জানান।

সিমিন হোসেন রিমি বলেন, আমরা একটি দলের প্রতিনিধিত্ব করি। সেই দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে পারিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীর পক্ষে আমাদের কাজ করে উপজেলা পরিষদ নির্বাচনে আমােেদর প্রার্থীর জয় ছিনিয়ে আনতে হবে। তিনি বলেন, আমাদের দলীয় প্রার্থী অ্যাডভোকেট আমানত হোসেন খান (নৌকা)।

ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফিজুল হক চৌধুরী টিয়া পাখি মার্কা নিয়ে ব্যাপক গণসংযোগ করছেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি অবাদ ও সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ী হবো। আমি নেশা মুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যাক্ত করছি। তিনি উপজেলার কোঠামনি বাজারে ভোটারদের কাছে কাঁদতে কাঁদতে  ভোট ভিক্ষা চেয়েছেন। উপজেলার পেওরাইট গ্রামের দুলাল মিয়া, আনোয়ার হোসাইন, আলম মিয়া, তরুল গ্রামের বিল্লাল মুসাদির , রোকেয়া বেগম জানান, হাফিজুল হক চৌধুরী আইয়ুব গরীব দুখী মানুষের পাশে থাকেন। তাকে ফোন দিলেই পাওয়া যায়। নির্বাচন ছাড়াও তাকে চোখে পড়ে।  আমরা তাকে সবসময় কাছে পাই। এবার তাকেই ভোট দিব।

এদিকে উপজেলার সিংহশ্রী ইউনয়িন পরিষদ চেয়ারম্যান আল আমিন এর স্ত্রী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী নেত্রী মাহমুদা খানম প্রজাপতি প্রতীকে প্রচারণায় এগিয়ে রয়েছেন। উপজেলার ১১ ইউনিয়নের শীতলক্ষা নদীর উত্তরে সিংহশ্রীসহ ৮টি ইউনিয়ন থাকায় সুবিধাজনক অবস্থানে আছেন তিনি।

তাছাড়া সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান থাকার কারণে এলাকায় ব্যাপক পরিচিতি ও সুনাম রয়েছে। নারীদের উন্নয়নে ব্যাপক অবদান রয়েছে। তার স্বামী সিংহশ্রী ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান থাকায় ভোটারদের সাথে রয়েছে নিবিড় সর্ম্পক। সাধারণ ভোটাররা মনে করেন আমাদের নদীর উত্তরে একমাত্র প্রার্থী মাহমুদা খানম তাই আমরা সকলে মিলে তাকে বিজয়ী করব। মাহমুদা খানম সকাল থেকে মধ্যরাত অবদী ভোটের মাঠে প্রচারণায় রয়েছেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী ২৪ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মোট ভোটার ২ লক্ষ ৬৭ হাজার ৩৯৪, পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৮৮৫ জন, নারী ভোটার ১ লাখ ৩৫ হাজার ৫০৯ জন, মোট ভোট কেন্দ্র ১১৯টি, ভোট কক্ষের সংথ্যা ৬৩৮টি। প্রিজাইডিং অফিসার ১১৯ জন, সহকারি প্রিজাইডিং ৭৯৫ জন, পুলিং অফিসার ১৩৪০জন।

এবিএন/নুরুল আমীন সিকদার/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ