আজকের শিরোনাম :

নদী ভাঙ্গন প্রতিরোধে সবধরনের ব্যবস্থা নেওয়া হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ২০:৫৩

গাইবান্ধার সুন্দরগঞ্জে কাপাসিয়া নদী ভাঙ্গন কবলিত এলাকায় পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, নদী ভাঙ্গন প্রতিরোধে সবধরনের ব্যবন্থা হবে। প্রধানমন্ত্রী নদী ভাঙ্গন প্রতিরোধে সবধরনে পদক্ষেপ হাতে নিয়েছে। আগামীতে যাতে নদী ভাঙ্গনে বড় ধরনের কোন ক্ষতি না হয় সে জন্য সরকার কাজ করছে।

আজ বুধবার দুপুরে কাপাসিয়া ইউনিয়নের কছিম বাজার মোশাররফ’র ঘাটে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ডের নিবাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী, থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান, উপজেলা আওয়ামী লীগ আহবায়ক টিআইএম মকবুল হোসেন, যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম, রেজাউল আলম রেজা, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক সামিউল ইসলাম শামু, উপজেলা জাপার সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সরওয়ার হোসেন বাবু ও ছাত্র সমাজ সভাপতি শাহ সুলতান সরকার সুজন প্রমূখ।

এর আগে মন্ত্রী কুড়িগ্রাম জেলায় নদী ভাঙ্গন কবলীত এলাকা পরিদর্শন করেন। পরে ফুলছড়ি উপজেলার গণকবর এলাকায় নদী ভাঙ্গন পরিদর্শন শেষে গাইবান্ধা সার্কিট হাউজে যাত্রাবিরতির পর বিকেলে সৈয়দপুর বিমান বন্দরের উদ্দেশ্যে গাইবান্ধা ত্যাগ করবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। ছবি সংযুক্ত

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ