আজকের শিরোনাম :

জগন্নাথপুরে স্ত্রী কর্তৃক স্বামীকে নির্যাতনের অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ১৮:১৩

জগন্নাথপুরে সবজিল মিয়া নামের এক কৃষক তার স্ত্রী জেবিনা কর্তৃক তালাকপ্রাপ্ত হওয়ার পর থেকে স্ত্রীর লোকজনের নির্যাতনে অতিষ্ট হয়ে অঅজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন।

 অভিযোগে জানাযায়, জগন্নাথপুর পৌর শহরের বাদাউড়া গ্রামের হাজী সোনাহর আলীর পুত্র সবজিল মিয়া প্রায় ৩০ বছর আগে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর দক্ষিন পাড়া গ্রামের  মৃত জুনাব আলীর মেয়ে জেবিনা বেগমকে বিয়ে করেন। তাদের ২ছেলে ও ২ মেয়ে রয়েছে। ২ বছর পূর্বে জেবিনা বেগম পরকীয়া প্রেমে আসক্ত হলে তার সাথে সবজিল মিয়ার সাথে মনমালিন্য দেখা দেয়।

এ বিষয়ে জগন্নাথপুর পৌর সভায় পৌর মেয়র আব্দুল মনাফের সভাপতিত্বে শালিষী বৈঠক অনুষ্ঠিত হয়। জেবিনা বেগম বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে সবজিল মিয়া বাড়িতে না থাকায় এ সুযোগে তার বসত ঘর থেকে সোনা, গয়না, গরু বাছুর সহ মূল্যবান জিনিস পত্র নিয়ে পালিয়ে যায়। এর পর সুনামগঞ্জ আদালতের মাধ্যমে সবজিল মিয়াকে জেবিনা বেগম ডিভোর্স দেয়। এর পর থেকে সবজিল ও জেবিনা বেগম আলাদা বসবাস করে আসছে। 

অভিযোগে আরো উল্লেখ করেন  গত ১৮ই মার্চ জেবিনা বেগমসহ একদল দাঙ্গাবাজ তার শাক-সবজি ও ফলের বাগান ধ্বংস করিয়া তার বসত বাড়ী দখল করার চেষ্টাসহ তাকে ভয়ভীতি প্রদর্শন করে চলিয়া যায়। এতে তার বৃদ্ধ মা এবং পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে।

 

এবিএন/রিয়াজ রহমান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ