আজকের শিরোনাম :

নিরাপদ সড়কের দাবিতে সিলেটে ছাত্র বিক্ষোভ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ১৭:৪৪

ঢাকায় বাস চাপায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সিলেটের দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

আজ বুধবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা।

‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জবাব চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘নিরাপদ সড়ক চাই’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা। এ সময় অ্যাম্বুলেন্সসহ গুরুত্বপূর্ণ পরিবহন পারাপারে শিক্ষার্থীদের সহযোগিতা করতে দেখা যায়। বিকেল ৩টার দিকে পুলিশ প্রশাসনের অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রগতি সরণি এলাকায় সু-প্রভাত পরিবহনের একটি বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহত হন। পরে ৮ দফা দাবি ঘোষণা করে বুধবার সারাদেশে বিক্ষোভের ডাক দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।


এবিএন/মুহাজিরুল ইসলাম রাহাত/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ