আজকের শিরোনাম :

হাটহাজারীর ফরহাদাবাদস্থ বাসুয়া ঢালার রাস্তা অবৈধ দখলে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ১৬:৫৬

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড মাহমুদাবাদ গ্রামের দীর্ঘ ৫০ বছরের পুরানো বাসুয়া ঢালা সড়কটি কতিপয় অসাধু ব্যক্তি অবৈধ ভাবে দখল করে রেখেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

জানা যায়, এ রাস্তা দিয়ে ধলই ও ফরহাদাবাদ ইউনিয়নের হাজার হাজার মানুষ ও স্কুল-মাদরাসা,কলেজ পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করে। কিন্তূ দীর্ঘদিন ধরে এই রাস্তাটির এক পাশ খুটি দিয়ে দখল করে রেখেছেন কতিপয় ব্যক্তি।

যার ফলে এ রাস্তা দিয়ে পায়ে হেটেই চলাচল করতে হয় এ রাস্তা ব্যবহার করা হাজার হাজার মানুষদের। খুটি দিয়ে রাস্তাটি ছোট করে রাখার কারণে সাইকেল ছাড়া  এ রাস্তা দিয়ে অন্য কোন গাড়ি চলতে পারে না বলে জানান স্থানীয়রা।

সম্প্রতি ব্রিক্স সলিং দ্বারা এ সড়কটির উন্নয়ন কাজ শুরু করলেও রাস্তার একটি অংশ খুটি দিয়ে অবৈধ ভাবে দখল করে রাখায় কোনো ইট বসাতে পারেনি বলে সূত্রে জানা যায়।

স্থানীয়রা জানান, খুটি দিয়ে রাস্তার একটা অংশ দখল করে রাখা ব্যক্তিদের দাবী, রাস্তাটিতে তাদের মালিকানা জায়গা থাকায় তারা সড়কের একটি অংশ খুটি দিয়ে তারাই সীমানা নির্ধারণ করে রেখেছে।

বিষয়টির ব্যাপারে যথাযত কতৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনসাধারণ।  


এবিএন/আলাউদ্দীন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ