আজকের শিরোনাম :

গাইবান্ধায় ‘দৈনিক গণমানুষের আওয়াজ’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০১৯, ১৮:২৩

গাইবান্ধায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব মিলনায়তনে আজ মঙ্গলবার দুপুরে ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনির সভাপতিত্বে ও পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি শাহজাহান সিরাজের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রকৌশলী আবদু মান্নান মিয়া। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাজহারউল মান্নান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক কুমার পাল, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি আলমগীর কবির বাদল, কবি সরোজ দেব, বাংলাভিশন টেলিভিশন জেলা প্রতিনিধি আতিক বাবু ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য তোজাম্মেল হোসেন প্রমুখ। গাইবান্ধার প্রতিষ্ঠিত পত্রিকা বিক্রেতা হিসেবে সম্মাননা গ্রহণ করেন আলহাজ্ব আব্দুর রহমান শেখ ও দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নাট্যজন আব্দুর রাজ্জাক সোনা, সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, কবি ও উপন্যাসিক সোহেল রানা, গাইবান্ধার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাহুল ইসলাম, কিডস টিভি জেলা প্রতিনিধি জয় কুমার সরকার, মুভি বাংলা টিভি জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, মাইটিভির ক্যামরাপারসন কার্তিক চন্দ্র বর্মনসহ স্থানীয় প্রিন্ট ও অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ