আজকের শিরোনাম :

চিরিরবন্দর ও খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০১৯, ১৬:৪৪

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন গতকাল ১৮ই মার্চ সোমবার কোন প্রকার বিশৃংখলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম তারিক আনারস প্রতিকে ৮৩,৮৩৯ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল নৌকা প্রতিকে ২৬,৮৮৫ ভোট পান। ভাইস্ চেয়ারম্যান (পুরুষ) পদে জ্যোতিশ চন্দ্র রায় তালা প্রতিকে ২৮,১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমন চন্দ্র দাস বৈদ্যুতিক বাল্ব প্রতিকে ২৬,৪১৬ ভোট পান। সংরক্ষিত (মহিলা) ভাইস্ চেয়ারম্যান পদে মোছা. লায়লা বানু প্রজাপতি প্রতিকে ৫৯,২১৮ ভোট পেয়ে নির্বাচত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি তরুবালা রায় কলস প্রতিকে ৩৬,৮৭৯ ভোট পান।

অপরদিকে, খানসামা উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মো. আবু হাতেম মোটরসাইকেল প্রতিকে  ২৯,৪৫৯ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. সফিউল আযম চৌধুরী লায়ন নৌকা প্রতিকে ২৫,০০৪ ভোট পান। ভাইস্ চেয়ারম্যান (পুরুষ) পদে এটিএম সুজাউদ্দিন (লুহিন) শাহ্ উড়োজাহাজ প্রতিকে ২৩,৫৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ধীমান চন্দ্র দাস তালা প্রতিকে ২০,০৯৭ ভোট পান। সংরক্ষিত (মহিলা) ভাইস্ চেয়ারম্যান পদে মোছা. মনজিল আফরোজ পারভীন কলস প্রতিকে ৩৪,৪৭৭ ভোট পেয়ে নির্বাচত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি পলি রায় ফুটবল প্রতিকে ৩২,৪৬০ ভোট পান।

 

এবিএন/রফিকুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ