আজকের শিরোনাম :

কয়রায় আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০১৯, ১৪:০৭

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা ১৯ মার্চ সকাল সাড়ে ১০টায় পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলার ওপর আলোচনা শেষে একই স্থানে উপজেলা চেয়ারম্যান আখম তমিজ উদ্দিনের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ আক্তারুজ্জামান বাবু। আগামী উপজেলা নির্বাচনকে সামনে রেখে সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে নির্দেশ দেন সংসদ সদস্য। একই সাথে উপজেলার চলমান উন্নয়ন কাজ দ্রুততার সাথে সম্পন্ন করতে আহবান জানান তিনি। 

সভায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, পাউবোর ১৩-১৪/১ ও ১৩-১৪/২ পোল্ডারের বেশিরভাগ বেড়িবাঁধের অবস্থা নাজুক। এর মধ্যে ২৭টি ঝুঁকিপূর্ণ স্থান চিহিৃত করে সেগুলোর নকশা ডিজাইন তৈরী করে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে। 

সভায় উপজেলার কৃষি, মৎস্য, শিক্ষা, দারিদ্র দুরীকরণ, চলমান উন্নয়নমূলক কাজের দ্রুত বাস্তবায়নসহ নানাবিধ বিষয়ে আলোচনা করা হয়। 

সমন্বয় সভায় উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা, পাউবোর নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুজ্জামান, ভাইস চেয়ারম্যান অ্যাড. শেখ আব্দুর রশিদ, থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস, উপজেলা প্রকৌশলী সামছুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ, হিসাব রক্ষণ অফিসার মজিবার রহমান, শিক্ষা অফিসার মোঃ আবুল বাশার, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদ, মৎস্য অফিসার এসএম আলাউদ্দিন, যুব উন্নয়ন অফিসার আঃ রশিদ খান, পল্লী উন্নয়ন অফিসার আঃ মতিন, ইউপি চেয়ারম্যান আলহাজ আমীর আলী গাইন, বিজয় কুমার সরদার, আঃ সাত্তার পাড়, আব্দুল্লাহ আল মামুন লাভলু, আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরদার নাজমুচ্ছাদাত, রমেশ চন্দ্র মন্ডল প্রমূখ। সভায় বিদায়ী উপজেলা চেয়ারম্যান আখ ম তমিজ উদ্দিন তার বিগত ৫ বছরের দায়িত্ব পালনের ওপর সংক্ষিপ্ত বক্তব্য দেন। 

এবিএন/শহীদুল্লাহ শাহীন/গালিব/জসিম   
 

এই বিভাগের আরো সংবাদ