আজকের শিরোনাম :

হরিপুরের বিএসএফের গুলিতে আহত ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০১৯, ১৩:০৩

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে শাহিন (১৮) নামে এক বাংলাদেশি আহত হয়েছে।

গুলিতে আহত শাহিনকে ডাবরী ক্যাম্পের বিজিবি সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

আহত শাহীন হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের মধ্য গেরুয়াডঙ্গী গ্রামের আব্দুস সামাদের ছেলে।

ঘটনাটি ঘটে রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অন্তর্ভূক্ত হরিপুর উপজেলার ডাবরী সীমান্তের ৩৬৯নং মেইন পিলারের ২/এস ও ৩/এস এর মাঝামাঝি স্থানে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির ডাবরী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান বলেন, রবিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে সীমান্তে গোলাগুলির শব্দ শুনতে পায়। 

গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ডাবরী ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা সীমান্তের ৩৬৯নং মেইন পিলারের ২/এস ও ৩/এস এর মাঝামাঝি স্থান থেকে শাহিনকে  গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হরিপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। 

গুলিবিদ্ধ শাহীনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে কর্ততব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 

এবিএন/কবিরুল ইসলাম কবির/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ