আজকের শিরোনাম :

সিংড়ায় ন্যাশনাল সার্ভিসের যুবকদের মানববন্ধন অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০১৯, ১১:১৭

নাটোরের সিংড়ায় ন্যাশনাল সার্ভিসের আওতায় বেকার যুবক, যুবতীদের চাকুরি স্থায়ীকরণের জন্য মানববন্ধন কর্মসূচি শেষে স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা কোর্ট চত্বরে হাজারো বেকার যুবক-যুবতী মানববন্ধনে অংশ নেয়। 

বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের সিংড়া শাখার সভাপতি মো: আব্দুল হান্নান প্রাং এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সিংড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, ন্যাশনাল সার্ভিসের কর্মী গোলাম রাব্বানী, আব্দুল্লাহ আল মামুন, তাজমহল, মোতালেব হোসেন, আরিফুল ইসলাম, নয়ন কুমার প্রমূখ।

বক্তারা সিংড়া উপজেলায় ২ বছর মেয়াদী ১৬শ বেকারদের চাকুরি স্থায়ী করণের দাবি জানান। সভা পরিচালনা করেন, বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের সিংড়া শাখার সাধারণ সম্পাদক রায়হান আলী। 

পরে উপজেলা নির্বাহী অফিসারেরর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন প্রতিনিধি দল।

এবিএন/রাকিবুল ইসলাম/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ