ধর্মপাশায় সুহৃদ ও প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০১৯, ২০:২৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ধর্মপাশায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা, রক্তের গ্রুপ পরীক্ষা ও রক্তদাতা সনাক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে।

আজ রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ধর্মপাশা সুহৃদ সমাবেশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং বেসরকারি সংস্থা সুসেবা নেটওয়ার্ক ও কেয়ার জেএসকে সিএইচ ডব্লিউ ইনিশিয়েটিভের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান।


সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত চলা এ কর্মসূচিতে স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস এবং স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ শতাধিক নারী-পুরুষ স্বাস্থ্যসেবা গ্রহণ, রক্তের গ্রুপ পরীক্ষা ও রক্তদাতা হিসেবে নাম লিপিবদ্ধ করেন।

এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন কেয়ার জেএসকের উপজেলা ব্যবস্থাপক জসিম উদ্দিন, সুসেবা নেটওয়ার্কের সাধারণ সম্পাদক হুসনা আক্তার, কোষাধ্যক্ষ সাজিদা আক্তার, সমকাল প্রতিনিধি এনামুল হক, সুহৃদ সদস্য মাহমুদুল হাসান, মানিক চন্দ্র পাল, প্রসুনজিৎ বিশ্বাস পলাশ, দীপঙ্কর দে,সাংবাদিক  সাজিদুল হক সাজু প্রমুখ।
 

এবিএন/ইমাম হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ