আজকের শিরোনাম :

উলিপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০১৯, ১৬:১৪

কুড়িগ্রামের উলিপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে গোবিন্দ জীঁ মন্দির চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।

 উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু,

অতিরিক্ত পুলিশ সুপার খ অঞ্চল আল মাহমুদ হাসান, থানা অফিসার ইনচার্জ মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, নব নির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রভাষক স ম আল মামুন সবুজ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ-ই-হাবিব মোফা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমূখ। সকালে  কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বর থেকে একটি আনন্দ র‌্যালী শহরের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উলিপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন, রচনা ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


এবিএন/আব্দুল মালেক/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ