আজকের শিরোনাম :

বড়াইগ্রামে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০১৯, ২০:৫০

নাটোরের বড়াইগ্রামে ‘নিরাপদ খাদ্য মানসম্মত পণ্য’ প্রতিপাদ্য নিয়ে র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। আজ শুক্রবার উপজেলা প্রশাসন ও কন্জুমার এ্যাসোসিয়েশন (ক্যাব) বড়াইগ্রাম শাখা দিবসটির পালনের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে র‌্যালি মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজের সভাপতিত্বে এবং কন্জুমার এ্যাসোসিয়েশন (ক্যাব) বড়াইগ্রাম শাখার সভাপতি সাংবাদিক আশরাফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে কৃষি কর্মকর্তা ইকবাল আহমদ,  উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, সাবেক জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, সাংবাদিক আব্দুল কাদের সজল, মিনারুল ইসলাম মিলন।

অনুষ্ঠানে বক্তাগণ নিরাপদ খাদ্য গ্রহনে ভোক্তাদের অধিকারের বিভিন্ন বিষয় নিয়ে বক্তৃতা করেন। অনুষ্ঠান শেষ ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।


এবিএন/আশরাফুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ