আজকের শিরোনাম :

চিলমারীতে বালু উত্তোলনের দায়ে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০১৯, ১৮:১১

কুড়িগ্রামের চিলমারীতে জমির মাটি ও বালু কেটে উত্তোলন ও চলাচলের রাস্তা নষ্ট করার দায়ে মাটি ভর্তি ৫টি ট্রলি জব্দ করে ১জনের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা গতকাল বৃহস্পতিবার বিকালে রমনা জোড়গাছ এলাকায় অভিযান চালিয়ে মাটি ও বালু কাটা অবস্থায় তাদের আটক করে এবং ট্রলি জব্দ করে উপজেলা চত্তরে নিয়ে আসে। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ও মাটি উত্তোলনের সাথে জরিত হাবিবুল ইসলামের ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।

 বিষয়টি নিশ্চিত করে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামছুজ্জোহা জানান বালু ও কৃষি জমি থেকে মাটি উত্তোলনের সাথে যারাই জরিত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
 

এবিএন/গোলাম মাহবুব/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ