আজকের শিরোনাম :

কয়রায় ভোক্তা অধিকার দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০১৯, ১৩:০৯

নিরাপদ মানসম্মত পণ্য এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে গত ১৫ মার্চ সকাল ১০টায় র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা। 

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে অবহিত করে সভায় বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, অধ্যক্ষ আলহাজ মা. ইউনুছ আলী, প্রভাষক অলিউল্লাহ, শিক্ষার্থী নিয়াজ মাহমুদ, ইরতিজা সুলতানা প্রমূখ। 

বক্তারা ভোক্তা অধিকার আইন সম্পর্কে অবহিতকরণ, খাদ্য পণ্যে ভেজাল প্রতিরোধ করাসহ ভোক্তা অধিকারের বিভিন্ন দিক নিয়ে করণীয় সম্পর্কে বক্তব্য দেন। 

সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ী প্রথম স্থান অধিকারী মঠবাড়ি সেরাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সিন্ধা সানার হাতে নগদ ৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ, দ্বিতীয় স্থান অধিকারী কালনা আমিনীয়া ফাজিল মাদরাসার ছাত্রী ইরতিজা সুলতানার হাতে নগদ ৪ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ এবং তৃতীয় স্থান অধিকারী কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র নিয়াজ মাহমুদের হাতে নগদ ৩ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা। 

এবিএন/শহীদুল্লাহ শাহীন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ