ঘোড়াঘাটে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০১৯, ১২:২৮

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড বৈষম্য নিরসনে সারা দেশের ন্যায় ঘোড়াঘাট প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি ১২০৬৮  মানববন্ধন করেছে। 

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদের সামনে সহকারী শিক্ষকরা এ মানববন্ধন করে। 

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী  বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। 

বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতিহার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও ভয়েজ কলের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের গ্রেড বৈষম্য ন্যায্যতার ভিত্তিতে ৯ মার্চ ২০১৪ সাল থেকে শতভাগ পদোন্নতিসহ ১১তম গ্রেড পুনঃ নির্ধারণে প্রাথমিক সহকারী শিক্ষকদের সমিতি ১২০৬৮ দাবি জানায়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সভাপতি মোঃ ওসমান গণি, সহ সভাপতি মোঃ আকতার জামিল, লুৎফর রহমান, মুশফিকুর রহমান, আব্দুল্লাহ আল হোসাইন, সাহেব মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, হেলাল উদ্দিন, রাসেল তালুকদার, মোঃ আঃ ওয়াজেদ ও ইউনুস আলী প্রমূখ। 

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এবিএন/মোঃ আফজাল হোসেন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ