আজকের শিরোনাম :

সদরপুরে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে : জেলা রির্টানিং কর্মকর্তা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০১৯, ২০:৫২

আসন্ন ১৮মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ফরিদপুরের সদরপুরের প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পোলিং ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষনের  সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোসাম্মাদৎ ফেরদৌসি বেগম।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)জেলা রির্টানিং কর্মকর্তা রোকসানা রহমান। তিনি বলেন, উৎসব মুখর পরিবেশে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আপনারা আপনাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন। প্রশাসন আমাদের সার্বিক নিরাপত্তা দেবে। দুর্ঘম চরাঞ্চল এলাকার ভোটার কেন্দ্র গুলোর প্রতি যতœবান হওয়ার আহব্বান জানান তিনি। তিনি আরও বলেন, নির্বাচন আচরন বিধি এজেন্টদের জানিয়ে দিতে হবে।

প্রশিক্ষন সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল গাজী মোঃ রবিউল ইসলাম, সহকারি রির্টানিং কর্মকর্তা ও ইউএনও পূরবী গোলদার, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নওয়াবুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষনে প্রিজাইডিং ৭১, সহকারী প্রিজাইডিং ৪০৮, পোলিং ৮০৮ জন। নির্বাচনে ৬৮টি কেন্দ্রের মধ্যে ৩৮৫টি নির্বাচনী ভোটার কক্ষ রয়েছে।


এবিএন/সাব্বির হাসান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ