আজকের শিরোনাম :

কাপাসিয়ায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০১৯, ২০:৪৪

কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে কাপাসিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে আজ (১৪ মার্চ) বৃহস্পতিবার দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়।

 রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক  দিদারে আলম মো. মাকসুদ চৌধরী, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং মোসা: ইসমত আরা, এডিএম মো. মশিউর রহমান, জেলা নির্বাচন অফিসার মো. তারিফুজ জামান, উপজেলা নির্বাচন অফিসার মুহম্মদ হুমায়ূন কবির,উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার রকিব হাসান প্রশিক্ষণ প্রদান করেন ।

 ১১৯ টি কেন্দ্রের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার ৭৯৫ জনকে প্রশিক্ষণ দেয়া হয়।  ১৫ মার্চ পুলিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হবে। নির্বাচনের তফসিল অনুযায়ী ২৪ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মোট ভোটার ২ লক্ষ ৬৭ হাজার ৩৯৪, পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৮৮৫ জন, নারী ভোটার ১ লাখ ৩৫ হাজার ৫০৯ জন, মোট ভোট কেন্দ্র ১১৯টি, ভোট কক্ষের সংথ্যা ৬৩৮টি। প্রিজাইডিং অফিসার ১১৯ জন, সহকারি প্রিজাইডিং ৭৯৫ জন, পুলিং অফিসার ১৩৪০জন।


এবিএন/নূরুল আমীন সিকদার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ