আজকের শিরোনাম :

মোরেলগঞ্জে ১১তম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০১৯, ২০:০৩

১১তম গ্রেডের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ আজ বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন করেছে।
 
মোরেলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. মশিউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. হুমায়ুন কবির,বদিউজ্জামান বাদল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান তালুকদার,মহিলা নেত্রী নাসরিন আকতার প্রমুখ।
   
সহকারী শিক্ষকদের দাবির সাথে একাত্ত্বতা প্রকাশ করে উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষক বান্ধব সরকার। তিনি দেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যলয় জাতীয়করণ করেছেন। শিক্ষকদের বেতন দ্বিগুন কওে তাদের সম্মানিত করেছেন।

 সভায় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর সোনার  বাংলায় বৈষম্য’র কোন ঠাই নেই। তাদের ন্যায্য দাবি ১১ তম   গ্রেড অনতিবিলম্বে বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করেন। উপজেলা প্রশাসন চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার ৩০৯ টি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শ’ সহকারী শিক্ষক অংশগ্রহন করেন।


এবিএন/সাইফুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ