আজকের শিরোনাম :

১১তম গ্রেডের দাবীতে চিলমারীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০১৯, ১৬:৫৭

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরের গ্রেড ১১তম গ্রেডে বেতনের দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে রাস্তায় এ মানববন্ধন করেন তারা।

ঘন্টাব্যাপী মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,শিক্ষক নেতা আশরাফুল আলম, একেএম মোখলেছুর রহমান,মিজানুর রহমান, জাহিদুল হাসান পলাশ,বুলবুল আহমেদ,ফরিদা ইয়াছমিন প্রমুখ। উপজেলার ৯৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে নেতারা জানান, গত পে-স্কেল থেকে সহকারী শিক্ষকরা চারটি গ্রেডের বেতন বৈষম্যের শিকার হচ্ছেন।নির্বাচনী ইস্তেহারে প্রধানমন্ত্রী সহকারী শিক্ষকদের ন্যায্যতার ভিত্তিতে বৈষম্য নিরসনের আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাস দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। সেই সাথে চিলমারী উপজেলাকে চরাঞ্চল উপজেলা ঘোষনার দাবী জানান শিক্ষকরা।

মানববন্ধন শেষে শিক্ষক নেতারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যান। সেখানে উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন শিক্ষকরা।

 

এবিএন/গোলাম মাহবুব/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ